রাখি বন্ধনের শুরু কবে, কীভাবে? পুরাণে মোড়া গল্প জানুন ...|| Raksha bandhan Myth History








রাখি বন্ধনের শুরু কবে, কীভাবে? পুরাণে মোড়া গল্প জানুন 

আবার অনেকে বলে থাকেন শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে হতদরিদ্র নারীর বেশে বালির কাছে আশ্রয় চান লক্ষ্মী। বালি নিজের প্রাসাদের দরজা খুলে দেন তাঁর জন্য। খুশি হয়ে লক্ষ্মী, কাপড়ের টুকরো বেঁধে দেন বালির হাতে।


এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: রাখি পূর্ণিমা পড়েছে ছুটির দিনে। স্কুল-কলেজ-অফিস যাওয়ার তাড়া নেই। ভাই-বোনেরা খুবই আনন্দ করবে দিনভর। কিন্তু এই রাখিবন্ধন উৎসব কবে থেকে শুরু হয়েছিল তা নিয়ে অনেক মতামত রয়েছে। এর পিছনে লুকিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনীও।

যেমন অনেকে বলে থাকেন যমুনা তাঁর ভাই যমের হাতেও রাখি বেঁধেছিলেন এই দিন। আবার অনেকে বলেন দ্রৌপদীও শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন। পুরাণে আছে একবার কৃষ্ণের আঙুল কেটে যায়, দ্রৌপদী তাঁর গায়ের কাপড় ছিঁড়ে তা বেঁধে দিয়েছিলেন কৃষ্ণের আঙুলে। এর বদলে কৃষ্ণ কথা দেন, যে কোনও বিপদেই তিনি দ্রৌপদীকে রক্ষা করবেন।

আবার অনেকে বলে থাকেন শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে হতদরিদ্র নারীর বেশে বালির কাছে আশ্রয় চান লক্ষ্মী। বালি নিজের প্রাসাদের দরজা খুলে দেন তাঁর জন্য। খুশি হয়ে লক্ষ্মী, কাপড়ের টুকরো বেঁধে দেন বালির হাতে। কথিত আছে গণেশের দুই পুত্র, শুভ ও লাভ বায়না ধরেছিল নিজেদের বোনের হাতে তারা রাখি পরতে চায়। কিন্তু কোনও উপায় নেই। শেষে গণেশের দুই স্ত্রী, ঋদ্ধি ও সিদ্ধির অন্তর থেকে নির্গত অগ্নি সৃষ্টি করা হয় সন্তোষীকে। তার হাত থেকে রাখি বাঁধে গণেশ পুত্ররা।

রাখী বন্ধনের ইতিহাস এবং তাৎপর্যঃ

রাখীবন্ধন উৎসবকে কেন্দ্র করে অনেক মিথ প্রচলিত। অনেকেই মনে করেন মহাভারতের যুদ্ধের আগে কৃষ্ণের হাতে রাখী বেঁধেছিলেন দ্রৌপদী। শিশুপালের উদ্দেশ্যে সুদর্শন চক্র ছুঁড়ে দেওয়ার সময় কৃষ্ণের হাত কেটে গেলে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন কৃষ্ণ দ্রৌপদীকে সকল বিপদের হাত থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেন।

326 খ্রিষ্টপূর্বাব্দে অ্যালেক্সান্ডার ভারত আক্রমণ করেন। পুরু রাজার সঙ্গে যুদ্ধে কোনওভাবেই পেরে উথছিলেন না অ্যালেক্সান্ডার। এমন সময় তাঁর স্ত্রী রোক্সানা ভারতের রাখীবন্ধন উৎসব সম্পর্কে জানতে পারেন এবং পুরু রাজার কাছে রাখী পাঠান। তার বদলে পুরু রাজা তাঁকে নিজের বোনের স্বীকৃতি দেন। এর ফলে নিজের প্রতিশ্রুতি রাখতে পুরু রাজা অ্যালেক্সান্ডারকে হত্যার থেকে বিরত থাকেন।  

অন্য একটা মতামত অনুসারে শোনা যায়, মুঘল সম্রাট হুমায়ুনকে চিতোরের রানী কর্ণবতী রাখী পরিয়েছিলেন। শোনা যায় এই কারণে হুমায়ুন বৈদেশিক আক্রমণের হাত থেকে চিতোর রক্ষা করেছিলেন।

ব্রিটিশরা বঙ্গভঙ্গ করতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখতে রাখীবন্ধন উৎসব পালন করেন।

Post a Comment

0 Comments