ঋণ ||



ঋণ



ঘন ঘন হাতঘড়ি দেখছে সুকান্ত । কি গো তোমার সেই কলীগ তো এখনো এসে পৌঁছালো না, ট্রেন ছাড়ার সময় তো হয়ে এলো !

-এসে পড়বে নিশ্চই । হালকা ভাবে জবাব দেয় দীপশিখা ।

-একবার ফোন করে দেখো না আসছেন কিনা উনি । সুকান্তর গলায় স্পষ্ট উদ্বেগের ছাপ ।

সুকান্তর দিকে যেন একটু গভীর ভাবেই তাকিয়ে ছিল দীপশিখা । সুকান্তর সাথে চোখাচোখি হতেই চোখটা নামিয়ে নেয় ।

-করেছিলাম,ধরলো না। হয়তো ট্যাক্সিতে আছে,শুনতে পায়নি ।

তুমি টেনশন করো না , এসে যাবে ।

-ট্রেন ছাড়তে আর মাত্র পাঁচমিনিট বাকী , এখনো টেনশন করবো না ? যদি উনি না আসেন,কি করবে !-- কি আর করবো ? একটা রাতের তো ব্যাপার,ঠিক চলে যাব ।

Post a Comment

0 Comments